ভৈরব নদী পুনঃখনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১৩ অক্টোবর ২০১৫

মেহেরপুরে ভৈরব নদী পুনঃখনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব। মঙ্গলবার বেলা ১১টার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর-রসিকপুর স্লুইচ গেটের কাছে উপস্থিত হয়ে তিনি খনন কাজ পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ডিইডব্লিউ লি. এর ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম খুরশীদ মালিক, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর মাধ্যমে নদীটির খনন কাজ বাস্তবায়িত হচ্ছে। মোট ৭০ কোটি ৬৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে মুজিবনগর ও সদর উপজেলার ২৯ কিলোমিটারে খনন করা হবে। চলতি বছরের ২৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৮ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০১৭ সালের জুন মাসে।

খনন কাজ পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, এখন আমরা নতুন নতুন জাহাজ কিনেছি এবং আমাদের বহর এখন আগের থেকে অনেক বড় হচ্ছে। বিদেশি কোম্পানিগুলো আমাদের দেশে আসবে এবং সমুদ্র তলদেশে যে সম্পদ লুকায়িত আছে সেগুলো আমরা আহরণ করতে পারবো। যেটা আগে সম্ভব হয় নি।

এর আগে তিনি হেলিকপ্টারযোগে মুজিবনগর কমপ্লেক্সে নেমে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

আতিকুর রহমান টিটু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।