কুলখানি খেয়ে মাইক্রোবাসে ফিরছিলেন, হেঁটে বাড়ি পাঠালেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০১ এপ্রিল ২০২০

কুলখানি খেয়ে মাইক্রোবাসযোগে ফেরার সময় এসিল্যান্ডের সামনে পড়লেন সাতক্ষীরার পাটকেলঘাটার থানার সরুলিয়া গ্রামের ১৫ বাসিন্দা।

সরকারি নির্দেশনা না মেনে আত্মীয়ের বাড়িতে কুলখানি খেতে যাওয়ায় তাদের তিন কিলোমিটার হাঁটানো হয়। এ ঘটনায় জব্দ করা হয়েছে তাদের বহনকারী মাইক্রোবাস।

তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, জনসমাগম রোধ ও সবাইকে বাড়িতে থাকার যে নির্দেশনা দেয়া হয়েছে; সেটি নজরদারি করতে টহল চলমান রয়েছে। মঙ্গলবার বিকেলে পাটকেলঘাটা-সরুলিয়া সড়কে টহলকালে একটি মাইক্রোবাসকে দাঁড় করানো হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান কলারোয়া উপজেলায় কুলখানি খেয়ে বাড়িতে ফিরছেন তারা। পরে তাদের গাড়ি থেকে নামানো হয়। গাড়িতে তারা ১৫ জন ছিলেন।

তিনি বলেন, এ ঘটনায় তাদের সতর্ক করা হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে তিন কিলোমিটার পায়ে হেঁটে বাড়িতে ফিরেছেন তারা।

আকরামুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।