বীরগঞ্জে নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:০৮ এএম, ১৩ অক্টোবর ২০১৫

দিনাজপুরের বীরগঞ্জে নদী থেকে মো. সাহেব আলী কছম (৮৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১ টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামের পাথরঘাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাহেব আলী উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার গ্রামের বাসিন্দা।

শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, সাহেব আলী সোমবার আসরের নামাজ পড়ে বাড়ি থেকে পাশের বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। মাগরিবের নামাজের পর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন। এরপর মাইকিং করে নিখোঁজ হওয়ার বিষয়টি প্রচারের পর এলাকার লোকজন সকলেই তাকে খুঁজতে বেড়িয়ে পড়েন। রাত সাড়ে ৯ টায় পাশের পাথরঘাটা নদী থেকে পা বাঁধা অবস্থায় পানিতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতের পা বাঁধা ছিল। ডান চোখে এবং গলার বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে, তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তৎপরতা শুরু করেছি।  

এ ব্যাপারে নিহতের ছেলে আজাহার আলী বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এমদাদুল হক মিলন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।