রাজশাহী মেডিকেলে করোনা পরীক্ষা শুরু, রিপোর্ট মিলবে ৮ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০১ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা শুরু হয়েছে রাজশাহীতে। বুধবার (০১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) স্থাপিত ল্যাবে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

প্রথমে বগুড়া থেকে আসা তিনজন এবং রাজশাহীর একজনের নমুনা পরীক্ষা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী।

বিজ্ঞাপন

তিনি বলেন, করোনা শনাক্তে গত বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিন আসে। এরপর রামেকের ভাইরোলজি বিভাগের পাঁচটি কক্ষে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব প্রস্তুতের পর মঙ্গলবার পিসিআর স্থাপন কর হয়। বুধবার দুপুর থেকে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।

ল্যাবের ইনচার্জ রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার বলেন, ঢাকা থেকে টেকনিশিয়ানদের দুটি দল পাঁচদিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। আমরা ২৪০টি কিট পেয়েছি। ল্যাবে একদিনে সর্বোচ্চ আটজনের নমুনা পরীক্ষা করা যাবে। ফলাফল প্রকাশ করতে সময় লাগবে আট থেকে ১২ ঘণ্টা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিয়েছেন মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি, ভাইরোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগের ৩০ চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট।

কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান বলেন, ঠিকভাবে চালু হয়েছে ল্যাবটি। মাইক্রোবাইলজি ও ভাইরোলজি বিভাগ যৌথভাবে এই ল্যাব পরিচালনা করছে। কেউ একা একা এসেই এখানে নিজের নমুনা পরীক্ষা করতে পারবেন না।

করোনাভাইরাস সংক্রমিত রোগের জন্য রামেক হাসপাতালে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি কারও নমুনা পরীক্ষার সুপারিশ করলেই কেবল তার নমুনা পরীক্ষা করা হবে বলেও জানান ডা. বুলবুল হাসান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।