দুদিনের বেতনের টাকা একত্রিত করে অসহায়দের খাবার দিচ্ছে পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা। গত কয়েকদিন যাবৎ দেশের এ পরিস্থিতিতে সেবা দেয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের খাদ্য সহায়তা দিচ্ছেন তারা। পুলিশের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিশিষ্টজনেরা।

জানা যায়, ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা দুই দিনের বেতনের সম পরিমাণ টাকা তুলে দেয়া হচ্ছে পুলিশ সুপারের কাছে। সেই অর্থ দিয়েই কেনা হচ্ছে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, সাবান, লবনসহ বিভিন্ন খাদ্যদ্রব্য।

করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। পুলিশ সুপার মো. আলীমুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যাচ্ছে পুলিশের একটি দল।

Faridpur-(3).jpg

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা উপজেলার দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ফরিদপুর কোতোয়ালি থানা, নগরকান্দা ও সদরপুর উপজেলায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেশ কয়েকজন অসহায় ব্যক্তির বাড়ি গিয়ে পুলিশ সদস্যরা খাদ্য সামগ্রী দিয়ে আসেন।

আগামীকাল বুধবার (১ এপ্রিল) সদর উপজেলাসহ অন্যান্য উপজেলায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

Faridpur-(3).jpg

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বিপিএম জানান, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি করোনার কারণে যেসব অসহায় মানুষ কষ্টের মধ্যে দিনপাত করছেন সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশের সকল সদস্যের দুই দিনের বেতন এ ফান্ডে দেয়া হচ্ছে। এখান থেকেই প্রতিদিন বিভিন্ন উপজেলার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। এ পরিস্থিতি যতদিন চলবে আমরা পুলিশের তরফ থেকে এসব পরিবারকে ততদিন পর্যন্ত খাদ্য সহায়তা করে যাব।

বি কে সিকদার সজল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।