৩টি পানের বরজ আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ৩১ মার্চ ২০২০

শরীয়তপুরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি পানের বরজ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয়রা জানান, স্বর্ণঘোষ গ্রামের মোহাম্মদ আলী মোল্লা, আজিজুল ছৈয়াল ও আব্দুল আজিজ ফকির মিলে দীর্ঘদিন যাবত তিনটি পানের বরজ তৈরি করে পান আবাদ করে আসছেন। মঙ্গলবার দুপুরে প্রতিবেশি কুদ্দুস মোল্লা ও শাহআলম মাদবর বরজের পশ্চিম পাশে পুকুর পাড়ে তাদের শুকনো কচুরিপানা পোড়ানোর জন্য আগুন দেয়। তখন বাতাসে আগুনের ফুলকি উড়ে গিয়ে পানের বরজে পড়লে আগুন লেগে যায়। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করার আগেই তিনটি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।

Shariatpur-Paner-Broz

ক্ষতিগ্রস্ত আব্দুল আজিজ ফকির বলেন, অনেক কষ্টে গড়া আমাদের এই পানের বরজ। ফলনও ভালো হয়েছিল। কিছুদিন পরই পান বাজারে বিক্রি করতাম। কিন্তু আমাদের বরজগুলো পুড়ে ছাই হয়ে গেল। এই ক্ষতি কীভাবে পূরণ করবো। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কেউ বলতে পারেনি। এ বিষয় কোনো পানের বরজ মালিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।