দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : খন্দকার মোশাররফ
ফরিদপুরে করোনাভাইরাসের হাত থেকে সুরক্ষা পেতে সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলে নিজ বাসভবনে সাংবাদিকদের হাতে পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন তিনি।
পিপিই বিতরণকালে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনাভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ। বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শেখ হাসিনার সরকার দেশে যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত।
এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু প্রমুখ।
এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকদের মাঝে পিপিই বিতরণ করেন খন্দকার মোশাররফ হোসেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের ৫০০ পিপিই দেন তিনি।
প্রসঙ্গত, ফরিদপুরে এখন পর্যন্ত কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত ১৬৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়। এর মধ্যে ছুটি দেয়া হয়েছে ৮৯৮ জনকে।
বি কে সিকদার সজল/এএম/বিএ