অসহায়দের খুঁজে খুঁজে সহযোগিতা করছে ‘বাইকারস ফর বাইকারস’

মাহাবুর আলম সোহাগ
মাহাবুর আলম সোহাগ মাহাবুর আলম সোহাগ , সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি ইনচার্জ)
প্রকাশিত: ১০:০৬ পিএম, ৩০ মার্চ ২০২০

করোনাভাইরাস দ্রুত বিস্তাররোধে সরকার ইতোমধ্যে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে দেশের মানুষকে বাইরে ঘোরাঘুরি না করে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। এতে ঘরে আটকা পড়েছে সব শ্রেণি-পেশার মানুষ। স্থবির হয়ে পড়েছে দেশের সব কার্যক্রম।

এমন অবস্থার আভাস পেয়ে বেশিরভাগ সচ্ছল মানুষ ঘরে খাবার মজুত করলেও, বিপাকে পড়েছেন দিনমজুর শ্রেণির লোকজন। যদিও এসব মানুষের কথা চিন্তা করে সরকার ইতোমধ্যে প্রতিটি জেলায় ত্রাণসহায়তা দেয়া শুরু করেছে। বেশিরভাগ জেলায় প্রশাসনের কর্তারা নিজে এসব ত্রাণ বিতরণ করছেন। অনেক জেলায় অসহায়দের বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ডিসি ও ইউএনওরা। পাশাপাশি ত্রাণসহায়তা করছে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ফেসবুককেন্দ্রিক গ্রুপ। অনেকে আবার সহযোগিতা করছেন ব্যক্তি উদ্যোগেও।

Bikers

তেমনি একটি ফেসবুককেন্দ্রিক গ্রুপ Bikers 4 Bikers (B4B)। এ গ্রুপের ৪২ জন অ্যাক্টিভ সদস্য দেশের যেকোনো দুর্যোগে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য প্রতি মাসে ১শ টাকা করে জমা করছে।

সেই জমানো টাকায় গত শনিবার (২৮ মার্চ) রাজধানীর মহাখালী মোড়, বাড্ডা লিঙ্ক রোড, কল্যাণপুর বাসস্ট্যান্ড, নতুনবাজার গুলশান, ধূপখোলা মাঠ গেন্ডারিয়া, আক্কাস মার্কেট গাজীপুর, রাঙ্গুনিয়া চট্টগ্রাম, ডিইপিজেড সাভার এবং বগুড়ায় ১০০ অসহায় পরিবারকে খাবার কিনে দিয়েছে তারা।

Bikers

তাদের দেয়া খাবার তালিকায় ছিল চাল তিন কেজি, আলু এক কেজি, ডাল এক কেজি, আটা এক কেজি, পেঁয়াজ আধা কেজি, সয়াবিন তেল আধা লিটার, লবণ আধা কেজি ও জীবাণু প্রতিরোধক সাবান। তারা নিজেরাই মোটরসাইকেলে এসব খাবার বিতরণ করেছে। এতে তাদের ৩৮ হাজার ৬৬৮ টাকা খরচ হয়েছে।

এর আগেও এ সংগঠনের সদস্যরা ৫টি ইভেন্টে সহযোগিতা করেছে। এর মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী এলাকায় পথশিশুদের নিয়ে স্কুল ‘স্বপ্ন পাঠশালা’র শিক্ষার্থীদের এককালীন শিক্ষা সামগ্রী কিনে দেয়া, গুলিস্তানে পথশিশুদের নিয়ে গড়ে ওঠা ‘পথের স্কুল’র ১৬ জন শিক্ষার্থীকে নতুন পোশাক তৈরি করে দেয়া, ক্যান্সার আক্রান্ত শিশু ওসান আকন্দকে ৪৬ হাজার টাকা সহযোগিতা, সড়ক দুর্ঘটনায় আহত ৬ বছর বয়সী জান্নাতকে আর্থিক সহযোগিতা ও সড়ক দুর্ঘটনায় দিদার নামে আহত এক বাইকারকে আর্থিক সহযোগিতা করা হয়েছে এ সংগঠন থেকে।

Bikers

সংগঠনটির শুরু, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা হয় কোরটিমের অন্যতম মুখপাত্র অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের সঙ্গে। তিনি বলেন, প্রতি বছর আমাদের দেশে আশঙ্কাজনক হারে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জায়গায় পথশিশুর সংখ্যাও বাড়ছে। এসব বিষয় খুব ভাবাতো আমাদের। তাদের সহযোগিতা করার ইচ্ছে থাকলেও এককভাবে সম্ভব হতো না। সুবিধাবঞ্চিত পথশিশু ও দুর্ঘটনায় আহত বাইকার/রাইডারদের জন্য আর্থিক সহায়তার কথা চিন্তা করে ২০১৯ সালের ২৬ মার্চ শুরু করি ফেসবুককেন্দ্রিক সংগঠন Bikers 4 Bikers (B4B)। যদিও এখন সব ধরনের দুর্যোগে চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর।

তিনি বলেন, এখন আমাদের সদস্য ৪২ জন। সবাই প্রতি মাসে ১শ করে টাকা জমা করি আপদকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। গত এক বছরে আমরা ৬টি ইভেন্ট করেছি। এতে প্রায় এক লাখ ৪৩ হাজার ৩৪১ টাকা খরচ হয়েছে। এর মধ্যে আমাদের জমানো টাকা ও বাইরে থেকে পাওয়া কিছু সহযোগিতাও রয়েছে।

কথা হয় সংগঠনটির তিন সদস্যের কোরটিমের আরেকজন তানভীর আহমেদের সঙ্গে। তিনি কাজ করেন ম্যাল্টিন্যাশনাল কোম্পানি হোন্ডায়। সেখানে আইটি ডিপার্টমেন্টে কাজ করেন তিনি।

Bikers

তানভীর আহমেদ বলেন, আমরা সবাই ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত। মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় ট্যুর করি। সেখান থেকেই আমাদের আজকের প্লাটফর্ম Bikers 4 Bikers (B4B) গ্রুপ করার সিদ্ধান্ত।

তিনি বলেন, ফেসবুকের মাধ্যমে যখনই কোথাও কোনো অসহায় ও দুস্থ মানুষের সন্ধান পাই, তাৎক্ষণিকভাবে আমাদের স্থানীয় বাইকারদের মাধ্যমে বিষয়টি যাচাই করি। তারা নিশ্চিত করলে আমরা কোরটিমের সদস্যরা ওই বিষয়ে সহযোগিতা জন্য বাকি সদস্যদের অবগত করি। সবার সিদ্ধান্ত ও সহযোগিতা নিয়েই তখন কাজে নেমে পড়ি। কখনও কখনও মাসিক অনুদানের পাশাপাশি নিজেরাও আলাদা ফান্ড তৈরি করি। সবাই মিলে চেষ্টা করছি সব ধরনের বিপদে মানুষের পাশে থাকার জন্য। এখন পর্যন্ত ৬টি ইভেন্ট করেছি। অনেকের সাপোর্ট পেয়েছি, পাচ্ছি। ইচ্ছে আছে ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।