টঙ্গীতে ছুরিকাঘাতে পুলিশের সোর্স খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ৩০ মার্চ ২০২০
প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নজরুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সোর্স নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধ্য আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত নজরুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও গ্রামের আবু হারেজের ছেলে। তিনি গাজীপুরের বোর্ড বাজার এলাকায় জনৈক হাবিবুর রহমানের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, নজরুল পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। বিকেলে নজরুল আাউচপাড়া এলাকায় আসলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।