খাদ্যসামগ্রী নিয়ে বেদে পল্লীতে অতিরিক্ত পুলিশ সুপার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক লালমোহন (ভোলা)
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া বেদে পল্লীর বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান।

bhola-(3).jpg

সোমবার (৩০ মার্চ) দুপুরে লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

bhola-(3).jpg

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিত মোকাবিলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছেন। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। লালমোহনে বেদে পরিবার রয়েছে প্রায় অর্ধশতাধিক। এখানের বাসিন্দারা বর্তমানে কর্মহীন হয়ে নিজ গৃহে অবস্থান করছেন। এদের দুর্ভোগ লাঘবে ১০ কেজি চাল, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তৈল, এক কেজি ডাল ও দুটি করে সাবান বিতরণ করেছি। আশা করছি এতে করে এ বেদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না। আমি মনে করে এই মহামারির সময়ে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।