দাউদকান্দিতে গৃহবধূকে হাতের রগ কেটে হত্যা
কুমিল্লার দাউদকান্দিতে কনিকা রানী দাস নামের এক গৃহবধূকে হাতের রগ কেটে হত্যা করেছে তার স্বামী। রোববার গভীররাতে পৌর এলাকার সাহাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কনিকা রানী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাহাপুর গ্রামে সুবোধ দাসের মেয়ে।
নিহতের স্বজনরা জানায়, তিন মাস আগে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী শিক্ষক রুহিদাস বিশ্বাসের সঙ্গে কনিকা দাসের বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর থেকেই রুহিদাস বিশ্বাস স্ত্রীকে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা আনার জন্য চাপ দেয়। এরপর তার স্ত্রী বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেন।
পরবর্তীতে আরো চার লাখ টাকা যৌতুক দাবি করায় পারিবারিক কলহ দেখা দেয়। এ নিয়ে রোববার গভীর রাতে রুহিদাস তার স্ত্রী কনিকাকে বেদম মারধর করলে সে অজ্ঞান হয়ে পড়ে। একপর্যায়ে হাতের রগ কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। কনিকার মৃত্যুর পর তার স্বামী, দেবর, শ্বশুর ও শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায়।
নিহতের বাবা সুবোধ চন্দ্র দাস জানান, চার লাখ টাকা যৌতুকের জন্যই তার মেয়েকে নির্যাতন ও পরে হাতের রগ কেটে হত্যা করেছে তার স্বামী।
এ বিষয়ে সন্ধ্যায় দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহতের পরিবার মরদেহ নিয়ে ব্যস্ত রয়েছে। রাতে এ বিষয়ে থানায় মামলা হলে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
কামাল উদ্দিন/এআরএ/পিআর