করোনা সচেতনতায় গ্রামে গ্রামে এমপি আবু জাহির

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪৫ এএম, ২৮ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে গ্রামে গ্রামে ঘুরছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। পাশাপাশি মানুষের হাতে তুলে দিচ্ছেন মাস্ক।

শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত শায়েস্তাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান ও শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার, রেলওয়ে পার্কিং এরিয়া, দাউদনগর বাজার ও পুরানবাজারে এই কার্যক্রম চালিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

jagonews24

সংসদ সদস্য হ্যান্ডমাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে এবং গাড়িতে বসে পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে বাড়ি থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনার কথা তুলে ধরেন। পাশাপাশি অস্বচ্ছল মানুষদের হাতে তুলে দেন একটি করে মাস্ক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

এ ব্যাপারে এমপি আবু জাহির বলেন, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এ থেকে পরিত্রাণ পেতে হলে জনসচেতনতা প্রয়োজন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিকল্প নেই। সরকার সাধারণ জনগণকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি।

কামরুজ্জামান আল রিয়াদ/বি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।