করোনা শনাক্তে পিসিআর মেশিন পেল রামেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৭ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিন পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় মেশিনটি রামেক হাসপাতালের ল্যাবে পৌঁছেছে। এটি চালু হলে করোনা শনাক্তে নমুনা পরীক্ষার জন্য রোগীদের ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না।

রামেক হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসাইন বাদশা বলেন, এক সপ্তাহের মধ্যেই গণপূর্ত বিভাগ মেশিনটি বসানোর কাজ শেষ করবে। এটির মাধ্যমে করোনা পরীক্ষা করা সম্ভব হবে। আমরা আশা করছি এর মধ্যেই হাসপাতালে করোনা পরীক্ষার পর্যাপ্ত কিট চলে আসবে। দেশের আরও ছয়টি মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর মেশিন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা সংগ্রহের পর আমরা পিসিআর মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করতে পারবো। যার ফলাফল একদিনের মধ্যেই পাওয়া যাবে।

তিনি আরও বলেন, হাসপাতালে এখন অনেক রোগীই আসছেন। কিন্তু পরীক্ষার ব্যবস্থা না থাকায় হাসপাতালে তাদের পরীক্ষার কাজ করা যাচ্ছে না।

পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিৎসক ও ল্যাবরেটরির জন্য এক হাজার পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট), এক হাজার মাস্ক, এক হাজার হ্যান্ড গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে বলেও জানান উপপরিচালক।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।