মাদক সেবনের টাকা না দেয়ায় যুবকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৫ মার্চ ২০২০
ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে মাদক সেবনের টাকা না পেয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে মারুফ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মারুফ চাঁচকৈড় পুরানপাড়ার কাঠ ব্যবসায়ী খইরশাহর ছেলে।

মারুফের পরিবার জানায়, সকাল ১০টার দিকে মারুফ মাদক সেবনের জন্য তার মায়ের কাছে কিছু টাকা চান। টাকা না পেয়ে তিনি অভিমান ও ক্ষোভে নিজ বাড়িতেই বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ অবস্থায় লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান মারুফ।

মারুফের বাবা খইরশাহ বলেন, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতো। তাকে মাদকমুক্ত করতে না পেরে সম্প্রতি আমি বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছিলাম।

এদিকে একমাত্র সন্তান মারুফকে হারিয়ে মা মুক্তি বেগম আহাজারি করছেন।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।