বাড়ি থেকে বের হতে পারছে না এক মুক্তিযোদ্ধার পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২০

মাদারীপুরের কালকিনিতে সিরাজুল করিম তালুকদার (চুন্নু) নামে এক মুক্তিযোদ্ধার বাড়ির পথ আটকে কমিউনিটি ক্লিনিকের ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে করে ওই মুক্তিযোদ্ধার পরিবার বাড়ি থেকে বেড় হতে না পেরে মানবেতর জীবন-যাপন করছেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা মেলে।

জানা গেছে, সরকারি নীতিমালা অনুযায়ী কোনো কমিউটি ক্লিনিক নির্মাণ করতে হলে সরকারিভাবে জমি ক্রয় করে সেখানে ভবন করার কথা রয়েছে। কিন্তু এ নিয়মকে উপেক্ষা করে উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের অসহায় মুক্তিযোদ্ধা সিরাজুল করিম তালুকদারের বাড়ির সামনের রাস্তার পথ আটকে এবং সরকারি খাল দখল করে কমিউনিটি ক্লিনিকের ভবনের নির্মাণ কাজ করা হচ্ছে। তবে পূর্ব শত্রুতার জের ধরে ষড়যন্ত্রের মাধ্যমে একই এলাকার ইউপি সদস্য দুলাল হোসেন ও আলীনূর তালুকদারের নির্দেশে মুক্তিযোদ্ধা সিরাজুল করিম তালুকদারের বাড়ির রাস্তা আটকে এ ভবনের কাজ করা হচ্ছে বলে অভিযোগে জানা যায়।

ভবন নির্মাণের কাজে বাধা দিলে মুক্তিযোদ্ধাকে উল্টো হুমিকে দিয়ে আসছে ওই স্থানীয় নির্দেশদাতারা। তবে এ ভবন নির্মাণের বিষয়ে মুক্তিযোদ্ধা সিরাজুল করিম তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে তিনি জানান।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সিরাজুল করিম তালুকদার জাগো নিউজকে বলেন, আমাদের এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক হচ্ছে সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার বাড়ির রাস্তা আটকে ভবন করছে এটা দুঃখজনক। তবে ঠিকাদারকে ভুল বুঝিয়ে ইউপি সদস্য দুলাল হোসেন ও আলীনূর তালুকদার মিলে যড়যন্ত্রের মাধ্যমে এ কাজটা করেছে। আর কমিউনিটি ক্লিনিকের জন্য আশে-পাশে অনেক জায়গা রয়েছে। কেন তারা সরকারি খাল দখল করে আমার বাড়ির রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করছে? তবে অভিযুক্ত ইউপি সদস্য দুলাল হোসেন এ বিষয় অস্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কমিউনিটি ক্লিনিক কোনো সরকারি জমিতে করা যাবে না। আমি তো দলিল দিয়েছিলাম। দলিলের বাইরে ভবন করলে আমি এ বিষয়ে ব্যবস্থা নেব। আপাতত বিভিন্ন ঝামেলায় আছি পরে সমাধান করে দেব।

নাসির/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।