ঢাকা ফেরত যুবকের বাড়িতে আনসার নিয়োজিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:১০ পিএম, ২৪ মার্চ ২০২০

ঢাকা থেকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে গৌরনদীর বাড়িতে এসে প্রকাশ্যে এলাকায় ঘোরা ফেরা করায় রুহুল আমীন সরদার (২৫) নামের এক যুবককে তিন হাজার টাকা জরিমানা ও তার বসত ঘরে লাল পতাকে উড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পাশাপাশি তাকে পাহারার জন্য এক আনসার সদস্যকে তার ঘরের বাইরে নিয়োজিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান এ অভিযান চালান।

রুহুল আমীন গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের করিম সরদারের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান জানান, চারদিনের জ্বর, সর্দি ও কাশি নিয়ে মঙ্গলবার সকালে বাড়িতে আসেন রুহুল আমীন। এরপর এলাকায় ঘোরাফেরা করছিলেন। এনিয়ে স্থানীয়রা অভিযোগ করলে রুহুল আমীনকে তিন হাজার টাকা জরিমানা ও আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। তিনি যেন ১৪ দিন ঘর থেকে বের না হন সেজন্য একজন আনসার সদস্যকে পাহারায় বসানো হয়েছে।

এদিকে উপজেলার কমলাপুর গ্রামের একাধিক বাসিন্দারা জানান, ওই গ্রামের হানিফ মজুমদারের ছেলে মনির মজুমদার তার শ্বশুর বাড়ি মাদারীপুর থেকে পালিয়ে কমলাপুর গ্রামে আসলে মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বিষয়টি গৌরনদী মডেল থানা পুলিশকে জানানো হয়।

গৌরনদী থানা পুলিশের ওসি গোলাম ছরোয়ার জানান,মনির মজুমদারকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ঘর থেকে বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করা হয়েছে।

সাইফ আমীন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।