খুমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০২:২৪ এএম, ২৪ মার্চ ২০২০

প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট পাওয়ার আশ্বাসে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত ৯টায় তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের যারা ডিউটিতে থাকবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট সরবরাহ করা হবে। এ আশ্বাস পেয়ে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। মঙ্গলবার থেকে কাজে যোগ দেব।

এর আগে রোববার (২২ মার্চ) দুপুর আড়াইটা থেকে তারা হাসপাতালের ওয়ার্ডগুলোতে রোগী দেখা বন্ধ করে দেয়। ওই দিন ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. হাসান শাহরিয়ার জানিয়েছিলেন, কয়েকদিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইন্টার্ন চিকিৎসকরা তাদের পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট দাবি করলেও কোনো ব্যবস্থা হয়নি।

এছাড়া বাজারে সংকট থাকায় নগদ টাকা দিয়েও তা কেনা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ঝুঁকি নিয়েই চিকিৎসা দিতে গিয়ে দুইজন ইন্টার্ন চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে ভাইরাস জনিত রোগে সংক্রমিত হওয়ার ভয়ে প্রয়োজনীয় পার্সোনাল প্রকেটটিভ ইক্যুইমেন্ট ছাড়া কোনো ইন্টার্ন চিকিৎসক ওয়ার্ডগুলোতে চিকিৎসা দিতে যাবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে খুমেক হাসপাতালের পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ জাগো নিউজকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের সকল দাবি আমরা মেনে নিয়েছি। তাদেরকে কর্মবিরতিতে থাকতে বারবার নিষেধও করেছি। তারা যা করেছে তা দুঃখজনক। আমাদের যথেষ্ট পরিমাণে চিকিৎসক রয়েছেন। তারা কাজ না করলেও কিছু আসে যায় না। কালকে যদি তারা কর্মে না ফেরে তবে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আলমগীর হান্নান/এমএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।