উল্লাপাড়ায় প্রশিক্ষণের ভিডিওসহ তিন জেএমবি সদস্য আটক


প্রকাশিত: ০৬:১২ পিএম, ১১ অক্টোবর ২০১৫

জেহাদি বই ও জঙ্গি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত মোবাইলসহ সিরাজগঞ্জের উল্ল­াপাড়া থেকে তিন জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন রাঘববাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) ও তার ভাই ওমর আলী আকন্দ (২৬) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শাহানগাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে সোয়াইবুর রহমান বাবু (৩০)।

উল্ল­াপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে রাঘববাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সাতটি জেহাদি বই ও একটি মোবাইল উদ্ধার করা হয়। মোবাইলটিতে জঙ্গি প্রশিক্ষণের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

বাদল ভৌমিক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।