হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলার সাক্ষ্যগ্রহণ


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ অক্টোবর ২০১৫

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রোববার সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিনে কড়া নিরাপত্তায় মামলার আসামি জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমান, তার ছেলে জেএমবির আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীনকে আদালতে হাজির করা হয়।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাফরোজা পারভীনের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষী শহরতলীর বহুলা গ্রামের ইউসুফ মিয়া ও ঢাকার পূর্ব বাসাবো এলাকার আনোয়ারুল করিমের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামী ২৪ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি স্থানে একযোগে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটে। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক পাঁচটি মামলা দায়ের করে।

সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।