করোনা সন্দেহে পটুয়াখালীতে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ মার্চ ২০২০

পটুয়াখালীতে নতুন করে ২ হাজার ১৬৫ জন বিদেশ ভ্রমণকারী ও প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এছাড়া ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

রোববার সকালে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, যে দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের বাড়িটি ইতোমধ্যে আইসোলেট করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ২২ মার্চ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ২ হাজার ১৬৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন ৪০২ জন। এছাড়া জেলায় তিন ধাপে গত তিনমাসে ৮ হাজার ৩৪৪ জন প্রবাস থেকে এসেছেন যাদের মধ্যে ২ হাজার ৫৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পটুয়াখালীর সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে পটুয়াখালী জেলা দ্বিতীয় স্টেজে রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৮ সদস্য বিশিষ্ট একটি র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরা সন্দেহজনক ব্যক্তিদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।