তালা ভেঙে বের করা হলো গার্মেন্ট কর্মীর অর্ধগলিত লাশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২২ মার্চ ২০২০

আশুলিয়ার জিরাবোতে ভাড়া বাসার একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পরিচয়দানকারী যুবক শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবো এলাকায় ইয়ারপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাজী জিল্লুর রহমানের মালিকানাধীন বাড়ির ভাড়া দেয়া একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনা খাতুনের (২৫) গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চরসাদীপুর গ্রামে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে সাভারের হেমায়েতপুরে এবি অ্যাপারেলস লি. কারখানায় স্যুইং অপারেটর হিসেবে কাজ করতেন।

পলাতক শরিফুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার বড় গাংচিল এলাকার মইনুল হকের ছেলে বলে জানা গেছে।

বাড়ির মালিক জিল্লুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম জানান, ১ মার্চ শাহিনা খাতুন ও শরিফুল ইসলাম নিজেদের দম্পতি পরিচয় দিয়ে শ্রমিক কলোনির একটি কক্ষ ভাড়া নেন। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে ওই ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। শনিবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। দুপুরে পুলিশ তালা ভেঙে কক্ষে প্রবেশ করে ওই তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, কক্ষের তালা ভেঙে শাহিনা নামে এক গার্মেন্ট কর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর তার স্বামী পরিচয়দানকারী যুবক শরিফুল পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শরিফুলকে আটকের পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আল-মামুন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।