সীতাকুণ্ডে আকাশ থেকে পড়ল ৩০ কেজি ওজনের ধাতব বস্তু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১৫ এএম, ২২ মার্চ ২০২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে প্রায় ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়ে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

শনিবার বিকেলে আকাশ থেকে এ ধাতব বস্তু মাটিতে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঘটনাস্থলে যায়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী উপকমিশনার পলাশ কান্তি নাথ বলেন, এটা নিরেট লোহার মতো একটা বস্তু। উচ্চতা আনুমানিক তিন ফুট। দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় আকাশ থেকে একটা দোতালা ভবনের পাশে খোলা জায়গায় এটি এসে পড়েছে। এতে ১৫ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে।

তিনি বলেন, সীতাকুণ্ডের স্থানীয় পুলিশের সহায়তায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা গর্ত থেকে রাত ৮টার দিকে এটি তুলে আনেন। এই বস্তুর ওজন প্রায় ৩০ কেজি।

সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানি সাহা বলেন, কীভাবে এটি পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছি আমরা।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে। এটি আকাশ থেকেই পড়েছে। সীতাকুণ্ড থানায় সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয়েছিল, পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে। পরে সেটি উদ্ধার করা হয়।

এএম/এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।