এবার টাঙ্গাইলের যৌনপল্লী বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২১ মার্চ ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার দেশের দ্বিতীয় বৃহত্তম টাঙ্গাইলের শহরের কান্দাপাড়া যৌনপল্লী সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। শুক্রবার (২০ মার্চ) রাতে জেলা প্রশাসক শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টিম যৌনপল্লী পরিদর্শন করে এ নির্দেশনা জারি করেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত কান্দাপাড়া যৌনপল্লী বন্ধ থাকবে।

এ সময় যৌনপল্লীতে প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে ৩০ কেজি করে মোট ৫০০ বস্তা চাল বিতরণ করা হয়। বন্ধের এই সময়ে যৌনকর্মীদের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ সরকার বহন করবে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ৩১ মার্চ পর্যন্ত কোনো যৌনকর্মী বাইরে যেতে পারবেন না এবং একই সঙ্গে কোনো খন্দের বা বাইরের কেউ যৌনপল্লীতে প্রবেশ করতে পারবে না। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চাল বিতরণের টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সময় উপস্থিত ছিলেন।

প্রায় ২০০ বছরের পুরোনো এই যৌনপল্লীতে বর্তমানে প্রায় চার শতাধিক যৌনকর্মী রয়েছে বলে জানা গেছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৫ দিনের জন্য দেশের বৃহত্তম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী বন্ধ করে দেয় প্রশাসন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।