বিয়ে বন্ধ করে কমিউনিটি সেন্টার সিলগালা করল প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে একটি বিয়ে বন্ধ করে কমিউনিটি সেন্টার সিলগালা করে দিয়েছে প্রশাসন। সেই সঙ্গে কমিউনিটি সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) দুপুরে এ বিয়ে বন্ধ করে জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, উপজেলার মুন্সিবাজারের লিজা কমিউনিটি সেন্টারে একটি বিয়ে ঘিরে প্রচুর জনসমাগম হয়। খবর পেয়ে বিয়ে বন্ধ করে সেন্টারটি সিলগালা করে দিয়েছি আমরা। সেই সঙ্গে কমিউনিটি সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি।

mowlavibazar01

তিনি আরও বলেন, বিয়ের অনুষ্ঠানে বর-কনে আসার আগেই আমরা হাজির হই। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

রিপন দে/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।