মোহনগঞ্জে প্রবাসী নারীর জ্বর শুনে হাসপাতালে আতঙ্ক, ঢাকায় প্রেরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:১৪ এএম, ২০ মার্চ ২০২০

নেত্রকোনার মোহনগঞ্জের এক নারীকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সৌদিফেরত ওই নারীর করোনার লক্ষণ দেখা দেয়ার খবরে রোগীসহ নার্সরা হাসপাতাল ত্যাগ করেন।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর মো. শামসুল আলম জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী জ্বর নিয়ে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রাথমিকভাবে তার করোনো লক্ষণ দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে ময়মনসিংহে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এদিকে করোনা আক্রান্তের খবর পেয়ে ডা. নুর মো. শামসুল আলম, ডা. সুবীর সরকার ছাড়া মোহনগঞ্জ হাসপাতালের রোগীসহ নার্সরা হাসপাতাল ত্যাগ করেন। এতে হাসপাতালে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়।

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনুল ইসলাম বলেন, বিভিন্ন দেশ থেকে নেত্রকোনার ৮০৭ জন প্রবাসী দেশে ফিরেছেন। এখন পর্যন্ত জেলায় ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলার ৫ নম্বর সমাজ সহিলদেও ইউনিয়নের একটি গ্রামের ওই নারী গত ১৫ মার্চ দেশে ফেরেন।

কামাল হোসাইন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।