নেত্রকোনায় বিদেশফেরত ৮১০, হোম কোয়ারেন্টাইনে ৫৯

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৯ মার্চ ২০২০

নেত্রকোনায় বিদেশ ফেরত ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে এক নারীকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি সৌদি আরব থেকে গত মঙ্গলবার (১৭ মার্চ) নিজ বাড়ি মোহনগঞ্জে আসেন। এরপর সর্দি-জ্বর নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন।

হোম কোয়ারেন্টাইনে থাকা এসব লোকজন ইতালি, চীন, ওমান, দুবাই, সিঙ্গাপুর, জর্দান, মালয়েশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, বাহরাইনসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।

এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখায় ইমিগ্রেশন বিভাগ থেকে পাঠানো এক তালিকায় জানানো হয়েছে, গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে ৮১০ জনের বাড়ি নেত্রকোনায়। তাদের মধ্যে আটপাড়ার ৬২ জন, সদর উপজেলার ২১৪ , বারহাট্টার ৩৪, মদনের ৪৮ , খালিয়াজুরির ২৫, মোহনগঞ্জের ৭৩, পূর্বধলার ৭৫, কলমাকন্দার ২৪, দুর্গাপুরের ৭৭ জন রয়েছেন। তাদের ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে।

পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী বলেন, গত ১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে নেত্রকোনার ৮১০ জন রয়েছেন। তাদের তালিকা জেলার ১০টি থানায় পাঠানো হয়েছে। স্থানীয়দের নিয়ে টিম গঠন করে পুলিশ তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইনে থাকার বিষয়টি নিশ্চিত করবে।

নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, বিদেশফেরত ব্যক্তিদের মধ্যে ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে এক নারীর সর্দি-জ্বর থাকায় বৃহস্পতিবার বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই। এখন পর্যন্ত তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তারপরও সতর্কতা হিসেবে তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কমিটির লোকজন সার্বক্ষণিক বিদেশফেরত ও তাদের পরিবারের লোকজনের ওপর নজরদারি করেছেন। বিদেশফেরত লোকজনের পরিবারের সদস্যদের বাড়ির বাইরে মুক্তভাবে চলাফেরা না করতে নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ এই নিষেধ না মানেন তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।