বঙ্গবন্ধু সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। আগামী ২০ মার্চ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান পার্কটি পরিদর্শন করে এ বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী ও পার্কটির প্রকল্প পরিচালক জাহিদুল কবির।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জনসমাগম এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। যেহেতু বিনোদন কেন্দ্রে জনসমাগম বেশি হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্কটি পরিদর্শন করে বন্ধ ঘোষণা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে।

শিহাব খান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।