পাবনায় চরমপন্থি নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১১ অক্টোবর ২০১৫

পাবনার আতাইকুলা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, ৬টি মামলার পলাতক আসামি চরমপন্থি নেতা জিয়াউল হক জিয়াকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জিয়া আতাইকুলা থানার আলোকচর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও চরমপন্থি গ্রুপ (এমএল) লাল পতাকার আঞ্চলিক নেতা।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে থানার এসআই শাহাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল আলোকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি আরো জানান, জিয়া থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে থানায় অস্ত্র, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ প্রায় হাফ ডজন মামলা রয়েছে।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।