টাঙ্গাইলে উপ-নির্বাচন : ৯ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ


প্রকাশিত: ০৮:০৫ এএম, ১১ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে রোববার সকাল ১২টা পর্যন্ত নয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন।

রিটানিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানান, আজ সকাল পর্যন্ত মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী ও তার সহধর্মী নাসরিন কাদের সিদ্দিকীসহ তার দলের পক্ষ থেকে চারটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের অপর প্রার্থীরা হলেন, ইকবাল হোসেন সিদ্দিকী ও হাসমত আলী।

অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, বিএনএফ এর প্রার্থী আতাউর রহমান খান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইমরুল কায়েস ও জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগামী ১৩ অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই ও ২১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।