বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাচ্ছেন যাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৭ মার্চ ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। বিনা ভাড়ায় এই রুটের যাত্রীদের যাতায়াতের সেবা দিচ্ছে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে এই যাত্রীসেবা শুরু হয়। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সকালে কেক কেটে এই যাত্রীসেবার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরসহ আওয়ামী লীগ ও মোটর সমিতির নেতারা।

ফ্রিতে যাত্রীসেবা পেয়ে খুশি হয়ে নিরুপম চাকমা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি-চট্টগ্রাম যাতায়াতের সেবাকে স্বাগত জানাই। এটি চমৎকার উদ্যোগ।

buss2

চট্টগ্রামের যাত্রী আব্দুল কাদের বলেন, বঙ্গবন্ধু যেমন সারাজীবন মানুষের সেবা করে গেছেন তারই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে এই যাত্রীসেবা প্রশংসনীয়।

এ বিষয়ে রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি ও রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিনা ভাড়ায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। মঙ্গলবার সারাদিন রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে বিনাভাড়ায় যাত্রীদের আনা-নেয়া হবে। যে কেউ এই সুবিধা পাবেন।

তিনি আরও বলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সহযোগিতায় আমরা এই যাত্রীসেবা দিয়ে যাচ্ছি।

সাইফুল/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।