জয়পুরহাটে সিঙ্গাপুর ফেরত যুবক হোম কোয়ারেন্টাইনে
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৫ মার্চ ২০২০
জয়পুরহাটের আক্কেলপুরে সিঙ্গাপুরফেরত এক যুবককে (২৫) শনিবার রাত থেকে হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশাম আগরওয়ালা শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ওই যুবক গত শুক্রবার রাত সাড়ে ১১টায় শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে নীলসাগর এক্সপ্রেক্সে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আক্কেলপুর রেলস্টেশনে নামেন। এরপর তিনি কাজ শেষ করে নওগাঁর বদলগাছি উপজেলার খাদাইল গ্রামে তার নানার বাড়ি যান। পরে বিকেলে তিনি আক্কেলপুর পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামে আসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশাম আগরওয়ালা বলেন, শনিবার রাতেই সিঙ্গাপুরফেরত ওই যুবকের বাড়ি গিয়েছিলাম। পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আমরা তাকে হোম কেয়ারেন্টাইনে রেখেছি।
মুঠোফোনে ওই যুবক বলেন, সিঙ্গাপুরে আমার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। দেশে আসার পর বিমানবন্দরেও স্বাস্থ্য পরীক্ষা করেছে। এখন নিজ বাড়িতে আছি। শনিবার রাতে চিকিৎসকের একটি দল বাড়িতে এসে আমাকে ১৪ দিন একা থাকার নির্দেশনা দিয়েছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত বিদেশ থেকে আসা চার ব্যক্তিকে হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রাশেদুজ্জামান/এফএ/এমএস