মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবের রেজিস্ট্রেশন শুরু আজ


প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১০ অক্টোবর ২০১৫

সিলেটের মদন মোহন কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। শনিবার সন্ধ্যায় কলেজের শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।

অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ জানান, চলতি বছরের ডিসেম্বরের ২৫ থেকে ৩১ তারিখের মধ্যে ৭৫ বছর পূর্তির তিন দিনব্যাপি অনুষ্ঠানের আযোজন করা হবে। এ লক্ষ্যে রোববার থেকে কলেজ ক্যাম্পাসে এসে প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

১৫০০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের জন্য স্থানীয় পূবালী ব্যাংক (স্টেডিয়াম শাখা, লামা বাজারে ইউসিবিএল ব্যাংকে দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ণিল সময়ের গতিধারায় এ বছর মদন মোহন কলেজ ৭৫ বছরে উন্নীত হবে। এ জন্য কলেজ গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী কলেজ অধ্যক্ষের নেতৃত্বে ৯১ সদস্য বিশিষ্ট প্লাটিনাম জুবিলি সেলিব্রেশন ও এক্স স্টুডেন্টস পুনর্মিলনী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তিন দিনব্যাপি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

দেশ বিদেশের অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা কলেজের ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন ফরম উত্তোলন করে ১৫০০ টাকা ফি দিয়ে নাম নিবন্ধন করতে পারবেন।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।