অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন কবি দিলওয়ার
সুরমাপাড়ের কবি খ্যাত, একুশে পদকপ্রাপ্ত, গণমানুষের কবি দিলওয়ারের তৃতীয় প্রয়াণ দিবস ছিল শনিবার। এ উপলক্ষে কবি দিলওয়ার পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল কবির কবরে পুষ্পাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ, কবিতা পাঠ ও স্মরণসভা।
বিকেল ৪টায় নগরের ভার্থখলাস্থ খান মঞ্জিলের সাহিত্যতীর্থ কবি ভবনে কবি দিলওয়ার পরিষদ আয়োজিত কবিতা পাঠ ও স্মরণ সভায় বক্তারা বলেন, গণমানুষের কবি দিলওয়ার ছিলেন অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী কবি। তার অনবদ্য সৃষ্টিগুলো বিশ্বব্যাপি সমাদৃত। তিনি আমৃত্যু গণমানুষের হৃদয়ের কথাগুলো তুলে ধরেছেন তার লিখনিতে।
বিশিষ্ট কবি দীনুল ইসলামের সভাপতিত্বে ও ছড়াকার শাহাদাত বখত শাহেদের উপস্থাপনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক আহমেদ সিরাজ, কবি একে শেরাম। বক্তারা কবির লেখাগুলো জাতীয়ভাবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।
পরিষদের সাধারণ সম্পাদক কবি সুপ্রিয় ব্যানার্জী শান্তর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত স্মরণসভায় বক্তব্য রাখেন কবি আবদুল বাসিত মোহাম্মদ, দৈনিক যুগভেরী পত্রিকার নির্বাহী সম্পাদক অপূর্ব শর্ম্মা, দৈনিক সবুজ সিলেট-এর ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, জাগোনিউজ২৪.কমের সিলেট জেলা প্রতিনিধি এবং প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কবি ছামির মাহমুদ, মো. খসরুজ্জামান পারভেজ, ছড়াকার এখলাছুর রহমান, বিধুভূষণ ভট্টাচার্য্য, আশরাফ আলী খান, হরিপদ চন্দ্র, কবিপুত্র কামরান ইবনে দিলওয়ার, প্রভাষক ছড়াকার বদরুল আলম খান, কবি ধ্রুব গৌতম, কাইয়ূম উল্লাস, নূরুদ্দীন রাসেল, মো. দুলাল হোসেন প্রমুখ।
এর আগে কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও প্রার্থনা মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বর্ণালী সাহিত্য পর্ষদের আলোচনা সভা : এদিকে কবি দিলওয়ারের তৃতীয় প্রয়াণ দিবসে শনিবার বিকেলে দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ খান মঞ্জিলের সাহিত্যতীর্থ কবি ভবনে উপস্থিত হয়ে তার কবরে পুষ্পাঞ্জলি অর্পণ ও ফাতেহা পাঠ করেন স্বর্ণালী সাহিত্য পর্ষদ।
পরে কবির জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা ও নিবেদিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কবিতা পাঠে অংশ নেন স্বর্ণালী সাহিত্য পর্ষদের সভাপতি নূরুদ্দীন রাসেল, সহ-সভাপতি শাহিনূর রহমান শাহিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার প্রমুখ।
ছামির মাহমুদ/বিএ