বরিশাল ডিপো পরিদর্শনে বিআরটিসি চেয়ারম্যান


প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১০ অক্টোবর ২০১৫

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি বাস) ডিপো পরিদর্শন করেছেন সংস্থার চেয়ারম্যান মো. মিজানুর রহমান। শনিবার বেলা ১১টার দিকে পরিদর্শনে আসেন তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংস্থার চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও ক্রেস্ট দেয়া হয়। পরে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে সংস্থার চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, যাত্রাপথে সর্বোচ্চ সেবা দেয়ার জন্য নিয়োজিত বিআরটিসি। আর এ লক্ষ্যে আমরা অবিচল থাকবো।

তিনি আরো বলেন, প্রয়োজন হলে এবং মানুষ চাইলে তারা নগরীতে বিআরটিসি বাস চলাচলের ব্যবস্থা করবেন।

মতবিনিময় সভায় ডিপো ব্যবস্থাপক জামিল হোসেন, বিআরটিসির কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সাইফ আমীন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।