নাটোরে জামায়াত নেতাসহ আটক ৫০
নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিংড়া পৌর শহরের চকগোপাল মহল্লার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনায় জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে আটকদের মুক্তি দাবি করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের কর্মীদের ‘করোনাভাইরাস’ সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা থেকে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। যা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম