নেত্রকোনায় বাজারে অগ্নিকাণ্ডে ৫০ কোটি টাকার ক্ষতি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে অগ্নিকাণ্ডে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজের লেপ-তোশকের দোকান থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে লেপসিয়া বাজারের ৩৬টি ঘরের অন্তত শতাধিক দোকান পুড়ে যায়। বাজারটি হাওরাঞ্চলে হওয়ার পুলিশসহ ফায়ার সার্ভিস সময় মতো পৌঁছাতে না পারায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাজারে ব্যবসায়ী ও বণিক সমিতির সাবেক সভাপতি জুয়েল চৌধুরী জাগো নিউজকে জানান, আশপাশে ফায়ার সার্ভিস না থাকায় ব্যবসায়ীদের ৫০/৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কোনোভাবেই কাটিয়ে উঠতে পারবে না ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে নেত্রকোনার জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেছেন। এ সময় তিনি সরকারের উন্নয়ন তহবিল থেকে ৪০ লাখ টাকা ব্যবসায়ীদের বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।
এছাড়া নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কামাল হোসাইন/এসএস/এমএস