শিক্ষাসফরে এসে পদ্মায় ডুবে মরলেন কলেজছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৮:২৫ এএম, ১০ মার্চ ২০২০
ফাইল ছবি

শিক্ষাসফরে কুষ্টিয়ার কুমারখালীতে রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠিবাড়িতে এসেছিলেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের একদল শিক্ষার্থী। কিন্তু দুপুরে কয়েক শিক্ষার্থী শিক্ষকদের না জানিয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে পড়েন। এ সময় তাদের মধ্যে আহসান আবির নামের এক শিক্ষার্থী ডুবে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সোমবার রাত ৯টার দিকে তার লাশ পাওয়া যায়।

আহসান আবির যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামে।

যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক তবিবুর রহমান জানান, সকালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক শিক্ষাসফরে শিলাইদহের কুঠিবাড়িতে আসেন। আসার আগেই শিক্ষার্থীদের বলা হয়েছিল একা একা কোথাও যাওয়া যাবে না এবং নদীতে যাওয়া যাবে না। কিন্তু কয়েকজন নিষেধ অমান্য করে পদ্মা নদীতে চলে যায়। শিলাইদহ খেয়াঘাট থেকে নৌকায় পদ্মা নদীর ওপারের চরে গিয়ে খেলাধুলা করে। দুপুর দেড়টার দিকে ১৯ জন শিক্ষার্থী সেখানে গোসল করতে পানিতে নেমেছিল। কিছুক্ষণের মধ্যেই আহসান পানিতে ডুবে যায়। সহপাঠীরা আহসানকে খুঁজে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানায়।

কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুলনা থেকে উদ্ধারকারী ডুবুরি দলের সদস্যরা এলে তাদের সহযোগিতায় রাত ৯টার দিকে আহসানের লাশ পাওয়া যায়।

আল মামুন সাগর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।