মাস্কের দাম বেশি রাখায় ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১৮ পিএম, ০৯ মার্চ ২০২০

সাতক্ষীরায় ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রি করায় ফাল্গুনী বস্ত্রালয় নামে এক দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৯ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বলেন, ধার্যকৃত দামের চেয়ে বেশি দামে মাস্ক বিক্রয় করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ফাল্গুনী বস্ত্রালয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনার সত্যতা পেয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং বেশি দামে যেন বিক্রয় করা না হয় সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে সোমবার সাতক্ষীরা শহরের ওষুধের দোকান মালিকদের সতর্ক করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আকরামুল ইসলাম/এএম/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।