জামালপুরে মালয়েশিয়াফেরত প্রবাসী পর্যবেক্ষণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৯ মার্চ ২০২০

করোনাভাইরাস সন্দেহে জামালপুরে মালয়েশিয়াফেরত এক প্রবাসী নিজ বাড়িতে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন।মেলান্দহ উপজেলার মালয়েশিয়াফেরত ওই ব্যক্তিকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে রেখে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (০৯ মার্স) জ্বর ও কাশির উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে তাকে ১৪ দিনের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেয়া হয়। তবে তার দেহে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায় বলেন, রোববার (০৮ মার্চ) মালয়েশিয়া থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে আসেন মেলান্দহ উপজেলার ৪৫ বছর বয়সী এক ব্যক্তি। পরে বিমানবন্দর থেকে সরাসরি নিজ বাড়ি মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের চিনিতোলা গ্রামে চলে আসেন তিনি। সোমবার সকালে জ্বর ও কাশির চিকিৎসা নিতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তিনি।

এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর বিদেশ ফেরত হওয়ায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সংস্পর্শ ছাড়া ১৪ দিন আলাদা ঘরে থাকার পরামর্শ দেন। এছাড়া প্রতিদিন একজন স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তিকে পর্যবেক্ষণ করবেন বলে জানান সিভিল সার্জন।

তিনি আরও বলেন, এ বিষয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই ব্যক্তির শরীরে এখনও করোনাভাইরাসের কোনো লক্ষণ না থাকায় করোনাভাইরাস শনাক্তকরণের নমুনা সংগ্রহ করা হয়নি। প্রয়োজন হলে আরইইডিসিআর প্রতিনিধি পাঠিয়ে তার নমুনা সংগ্রহ করবে। তবে জামালপুর জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

এএম/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।