‘সোনার বাংলা গড়তে আগে সোনার মানুষ তৈরি করতে হবে’
জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী বলেছেন, পৃথিবীর অনেক দেশ প্রথমত বঙ্গবন্ধুর নামে বাংলাদেশকে চেনে। আর দ্বিতীয়ত ক্রিকেট খেলার কারণে চেনে। তাই খেলাধুলার কারণে একটি দেশের সম্মান অনেক ওপরে চলে যায়। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। আমরা যদি সোনার মানুষ তৈরি করতে না পারি তাহলে আমাদের সকল উন্নয়ন একদিন বৃথা হয়ে যাবে।
সোমবার (৯ মার্চ) সকালে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পাইওনিয়ার (অ-১৫) ফুটবল লীগ খেলায় চ্যাম্পিয়ন হওয়া ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের খেলোয়াড় ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের খেলাধুলার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প একটি অলিম্পিক ভিলেজ নির্মাণ। সেই অলিম্পিক ভিলেজের জন্য আড়িয়াল খাঁ নদের পাশে শিবচরের দত্তপাড়া, সন্নাসীরচর ও পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরের প্রায় ৩ হাজার একর জায়গার প্রস্তাব আমরা দিয়েছি। এখানে যদি অলিম্পিক ভিলেজ নির্মাণ করা হয় তাহলে দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষ এখানে থাকতে আসবে, খেলতে আসবে। এখানে সাতটি স্টেডিয়াম, ফাইভ স্টার হোটেল, সুইমিংপুলসহ খেলাধুলার সকল আধুনিক সুবিধা থাকবে।
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি ও ক্লাবটির সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারণ সম্পাদক শংকর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস