মাওয়ায় ঘুরতে গিয়ে দুজন লাশ, ছয়জন হাসপাতালে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয় যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (০৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের পুরাতন ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহিদ (৩২) ও মাইক্রোবাসচালক (৪০)। তবে তার নাম জানা যায়নি।
আহতরা হলেন সজল মিয়া, খসরু, রেজুয়ান, শামসুল হক বন্টি, সায়েম ও মাহি। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। ঢাকা থেকে মাওয়ায় ঘুরতে এসেছেন তারা।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সঞ্জয় কুমার বলেন, আটজন যাত্রী নিয়ে মাওয়ায় যাচ্ছিল মাইক্রোবাসটি। পুরাতন ফেরিঘাট এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তাজ আনন্দ পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হন।
তিনি জানান, মাইক্রোবাসের চার যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত মাইক্রোবাসের চালকের পরিচয় জানা যায়নি। অপরজন মাইক্রোর যাত্রী।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ