জামায়াত নেতার বাড়ি থেকে শিবিরের ১১ নেতাকর্মী আটক
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার বেথুলি গ্রামের এক জামায়াত নেতার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাবুদ্দিন, কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক আলামিন হোসেন রয়েছেন।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান জানান, শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার বেথুলি গ্রামের জামায়াত নেতা নিজাম উদ্দিনের বাড়িতে বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। ওই সময় বাড়ির মালিক নিজাম উদ্দিন, শিবির নেতা শাহাবুদ্দিন, সোহাগ হোসেন, আলামিন হোসেন এবং আট শিবির কর্মীকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমএস