প্রাচীন আমলের ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৫ মার্চ ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে রানি ভিক্টোরিয়ার ছবি সংবলিত ১৮০০ খ্রিষ্টাব্দের বিভিন্ন সময়ের ৩২টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুদ্রাগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।

পুলিশ সুপার জানান, উল্লাপাড়া উপজেলার নিশিপাড়া গ্রামে বাবুল মৃথার বাড়ি নির্মাণের সময় চারজন নির্মাণ শ্রমিক এই ৩২টি মুদ্রা পান। বিষয়টি তারা বাড়ির মালিককে না জানিয়ে ভাগ করে নেন। পরে বিষয়টি পুলিশ জানতে পেরে ওই চার শ্রমিকের কাছ থেকে মুদ্রাগুলো উদ্ধার করে।

coin

পুলিশ সুপার হাসিবুল আলম আরও জানান, দুই ধরনের ক্যাটাগরির মোট ৩২টি মুদ্রা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ৩টি মুদ্রার গায়ের একপাশে ইস্ট ইন্ডিো কোম্পানি ওয়ান রুপি, ২৯টি মুদ্রার গায়ে রানি ভিক্টোরিয়ার ছবি সংবলিত ও ভিক্টোরিয়া কুইন ও ভিক্টোরিয়া ইমপ্রেস লেখা আছে। মুদ্রাগুলোর প্রত্নতাত্ত্বিক মূল্য থাকার কারণে এগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগে পাঠানো হবে বলেও তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।