মোংলায় বিদেশি জাহাজের ৩ নাবিক নিয়ে করোনা আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৫ মার্চ ২০২০

করোনা ভাইরাস আতঙ্কে মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজের কাজ বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (৪ মার্চ) ইন্দোনেশিয়া থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এম ভি সেরিনিটাস এন। জাহাজটি বন্দরের হারবারের ৩ নম্বর মুরিং বয়ায় অবস্থান করে। ওই জাহাজের তিনজন ক্রু (নাবিক) হঠাৎ জ্বরে আক্রান্ত হন। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পরীক্ষা নিরীক্ষা করা হলে তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। জাহাজের ওই তিন ক্রু ফিলিপাইনের নাগরিক বলে জানা গেছে।

হারবার মাস্টার আরও বলেন, যেহেতেু করোনা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে সেক্ষেত্রে ওই জাহাজ থেকে সকল শ্রমিক নামিয়ে এনে আমরা জাহাজের সকল প্রকার কার্যক্রম বন্ধ রেখেছি। পরিবেশ স্বাভাবিক হলে জাহাজের কাজ আবার শুরু হবে।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের পোর্ট হেলথ কর্মকর্তা ডা. সুফিয়া খাতুন বলেন, মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘এম ভি সেরিনিটাস এন’ জাহাজের তিন ক্রু জ্বরে আক্রান্ত হলে আমরা তাদের পরীক্ষা করি। তবে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এদের মধ্যে আবার দুজনের জ্বর ভালোও হয়ে গেছে এবং একজনের শরীরে ৯৯ দশমিক ৭৭ ডিগ্রি জ্বর রয়েছে। যা খুবই স্বাভাবিক। আতঙ্কের কিছু নেই। তারপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ওই জাহাজে ২০ জন বিদেশি নাবিক রয়েছেন বলে জানা গেছে।

আলমগীর হান্নান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।