বোরকা কিনে না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৪ মার্চ ২০২০
ফাইল ছবি

বোরকা কিনে না দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার স্কুলছাত্রী আকলিমা খাতুন (১৪)। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

আকলিমা খাতুন উপজেলার জিউপাড়া ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার আলমগীর হোসেনের মেয়ে। সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল ওই কিশোরী।

বোরকা না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি সকালে নিজ বাড়িতে কীটনাশক পান করে ওই কিশোরী। পরে তাকে হাসপাতালে নেয় স্বজনরা। এরপর থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিল আকলিমা। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, বোরকা চেয়ে না পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি রাতে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয় আকলিমার। ওই সময় ক্ষিপ্ত হয়ে মেয়েকে মারধর করেন মা। অভিমানে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে কিশোরী। পরদিন সকালে কীটনাশক পান করে।

পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, খবর পেয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেরদৌস সিদ্দিকী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।