রামগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি


প্রকাশিত: ১০:০৯ এএম, ০৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের সৌদি প্রবাসী বাহার ফরাজির বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতরা হানা দেয়। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে ওই পরিবারের অভিযোগ।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় ১০-১২ জনের মুখোশ পরা একদল ডাকাত বাড়ির ভেতরে ঢোকে। এসময় তারা বিল্ডিংয়ের দরজা ভেঙে ভেতরে থাকা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাত আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।