৭০ শ্রমিক নিয়ে পুকুরে উল্টে পড়ল বাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০২ মার্চ ২০২০

যশোরের অভয়নগর চালকের ভুলে শ্রমিকবাহী বাস পুকুরে পড়ে ৩০ জন আহত হয়েছে। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার নওয়াপাড়া-পায়রা সড়কের পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মহেব মোল্লার পুকুরে বাসটি নিয়ন্ত্রণ হরিয়ে উল্টে পড়ে। আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রোজিনা ও নার্গিস বেগম বলেন, তারা খুলনার ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলে শ্রমিকের কাজ করেন। দুপুরে যশোরের মণিরামপুর উপজেলা থেকে প্রায় ৭০ জন শ্রমিক নিয়ে মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বাস চালক। বাসটি অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের আড়পাড়া গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় সড়ক ছেড়ে মহেব মোল্লার পুকুরে গিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পর খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী উদ্ধার কাজ করেছে। এ সময় চালক ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

Ab-Accident-02.jpg

আহতরা বলেন, দুর্ঘটনার সময় বাস চালকের এক হাতে সিগারেট অপর হাতে স্টিয়ারিং ধরা ছিল। বার বার নিষেধ করা হলেও সে আমাদের কথা শোনেনি। চালকের ভুলের কারণে আমাদের এ অবস্থা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আহত শ্রমিকদের বেশিরভাগই নারী শ্রমিক। অধিকাংশ শ্রমিক মণিরামপুর উপজেলার মনোহরপুর, পাঁচাকড়ি ও বালিধা গ্রামের। এছাড়া অভয়নগর উপজেলার পায়রা ও কোটা গ্রামেরও কয়েকজন রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার এবং বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।