গাজীপুরে ট্রেনের ধাক্কায় ২ শ্রবণ প্রতিবন্ধী নিহত


প্রকাশিত: ০৪:১৫ এএম, ০৯ অক্টোবর ২০১৫
প্রতীকী ছবি

গাজীপুর সিটি কর্পোরেশনের ভূরুলিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রমজান আলী (২৮) ও পারভেজ (২৭)। তারা গাজীপুরের কোনাবাড়ি এলাকায় কেয়া কসমেটিকস কারখানায় চাকরি করতেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, বৃহস্পতিবার দুই শ্রবণ প্রতিবন্ধীসহ কয়েকজন প্রতিবন্ধী যুবক শহরের ভুরুলিয়া এলাকায় তাবলিগ জামায়াতের মারকাজে আসে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তারা মারকাজ থেকে বের হয়ে রেললাইন দিয়ে হাঁটতে থাকে। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন তাদের পিছন থেকে ধাক্কা দেয়। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় তারা সহকর্মীদের ডাক এবং ট্রেনের হুইসেল শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ভুরুলিয়া রেলব্রিজ থেকে নিচে পানিতে পড়ে যায়।

পরে সহকর্মী ও স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আমিনুল ইসলাম/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।