গোয়ালন্দে সাড়ে তিন মণ মা ইলিশ জব্দ
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই লাখ মিটার জাল ও সাড়ে তিন মণ মা ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া এ সময় ৯ জেলেকে ভ্রাম্যমাণ আদালত এক হাজার টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিএম সেলিম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকারকালে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও সাড়ে তিন মণ ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জালের মূল্য কমপক্ষে দুই কোটি টাকা হবে বলে তিনি জানান। এছাড়া ইলিশ শিকারকালে ৯ জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন খবির সরদার, মতিন শেখ, আফছার শেখ, রাশেদ শেখ, হানিফ সরদার, জুলহাস শেখ, মো. রেজাউল, আ. মালেক সরদার ও স্বপন সরদার। এরা সবাই গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ ঘোষ ও জান্নতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত আটক ৯ জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করে। পরে উদ্ধারকৃত জাল ধ্বংস করা হয়। জব্দকৃত মাছগুলোকে এতিমখানায় বিতরণ করা হয়।
রুবেলুর রহমান/এআরএ/বিএ