খুলনায় ফাঁকা গুলি ছুড়ে টাকা ও গহনা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০২:২৯ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

খুলনায় ফাঁকা গুলি ছুড়ে তপন দাস (৩৫) নামের এক জুয়েলারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও গহনা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খুলনার আবু নাসের হাসপাতালের পাশের সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তপন দাসের আবু নাসের হাসপাতালের সামনের মোড়ে জননী জুয়েলার্স নামক গহনা বিক্রির একটি দোকান রয়েছে।

তপন দাস জানান, রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে তার বাসার (মুজগুন্নীর লেবুতলা মোড়ে এলাকায়) উদ্দেশে রওনা হন। খানিকটা সামনে এসে পৌঁছালে দুদিক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন এসে তাকে অবরুদ্ধ করে ফাঁকা গুলি ছোড়ে।

আতঙ্কিত হয়ে পড়লে হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ব্যাগে ৪০ হাজার টাকা, তিন ভরি সোনা, ৩০ ভরি রুপা ছিল বলে জানান তিনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, ছিনতাইয়ের ঘটনাটি জানা গেছে। সেখানকার সকলে বলছে গুলির শব্দ শুনেছি। তবে কেও গুলিবিদ্ধ হয়নি। ঘটনাস্থলে আমরা গুলির কোনো আলামতও পায়নি।

আলমগীর হান্নান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।